ঘর নির্মাণে চাঁদা দাবি, প্রবাসীর পরিবারকে হত্যার হুমকি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নতুন বসত ঘর নির্মাণ করতে চাঁদা না দেওয়ায় স্বর্ণ লুট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে আবু হাসান বাবু (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্বকন্যারা এলাকার হামিদা আকতার (৬০) বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধা হামিদা আক্তারের ৪ ছেলে বিদেশে থাকে। সম্প্রতি তার বসতভিটায় পাকা ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এই অবস্থায় গত ১৭ জানুয়ারি রাতে স্থানীয় আবু হাসান বাবু তার দলবল নিয়ে এসে প্রবাসী পরিবারটির কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এবং চাঁদা না দিলে তাদের হত্যার হুমকি দেয়। পরবর্তীতে যাওয়ার সময় বৃদ্ধার গলায় থাকা ১ লক্ষ টাকার গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়।
অভিযুক্ত আবু হাসান বাবু বলেন, আমি ছাত্ররাজনীতি করি। বিধায় অন্য পক্ষ আমার নামে অপপ্রচার চালাচ্ছে।
অভিযোগের বিষয়ে থানার ওসি মীর্জা মুহাম্মদ হাসান বলেন, এই ধরনের একটা অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবো।