শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সদর নৌ-পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিক্ষার্থীর নাম ফারদিন নূর পরশ (২৪)। সে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র এবং ফতুল্লা থানার নয়ামাটি দেউল পাড়া কুতুবপুর এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। বর্তমানে তারা ঢাকার ডেমরার শান্তিবাগ এলাকায় বসবাস করতেন। নিখোঁজের ঘটনায় তার বাবা রামপুরা থানায় জিডি করেন।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, ‘গত ৪ নভেম্বর ফারদিন নূর পরশ নিখোঁজ হন। এরপর আজ সোমবার বিকালে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।’